স্টাফ রিপোর্টার :
২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে যথাযোগ্য মযার্দায় পালন করা হয়েছে। সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জলন পর নীমতলা কালেক্টরেক্ট প্রাঙ্গনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ৭১সালের ২৫শে মার্চ কাল রাতে নিরীহ বাঙ্গালীর উপর পাকিস্থানীরা যে বর্বরতা চালিয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন নৃসংসতা আর কোথাও হয়নি। পাক হানাদান বাহিনী গণহারে হত্যাযজ্ঞ চালিয়ে এদেশের স্বাধীনতাকামী মানুষকে স্তদ্ধ করতে চেয়েছিল।
অপারশেন সার্চ লাইট নামে অভিযান করে দেশের ডাক্তার শিক্ষক বুদ্ধিজীবি সহ গণহারে হত্যাযজ্ঞ চালায়। তাদের এই সার্চ লাইট অপারেশনে কত মায়ের বুক খালি হয়েছে, কত বোন হয়েছে ভাই হারা। তারপরও বাঙ্গালী জাতিকে দামিয়ে রাখতে পারে নাই পাকিস্তানি বাহিনী। দীর্ঘ ৯মাস মুক্তিযোদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম লাল সবুজের একটি বাংলাদেশ আমরা পেয়েছি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকতার্ মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, পৌর মেয়র আতউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুর রহিম প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj