নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে দিন দুপুরে প্রকাশ্যে চাঞ্চল্যকর সিএনজি শ্রমিক বেলাল মিয়া হত্যাকান্ডের প্রতিবাদে এবং ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ বৃহস্পতিবার সকালে বিশাল মানব বন্ধনের আয়োজন করেছে নবীগঞ্জ-আইনগাঁও ষ্ট্যান্ডের সিএনজি শ্রমিক ইউনিয়ন। স্থানীয় নতুন বাজার এলাকায় অনুষ্টিত মানব বন্ধনে সকল শ্রেণী পেশার মানুষদের উপস্থিত থাকার জন্য অনুরুধ করেছেন সংগঠনের নেতারা। এদিকে ঘটনার ৪০ দিন অতিবাহিত হলেও দু’ জনকে গ্রেফতার এবং ৭ জন বিজ্ঞ আদালতে আত্মসর্মপন করে জেল হাজতে ব্যতিত অন্য আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। তবে পুলিশ জানিয়েছে চাঞ্চল্যকর বেলাল হত্যাকান্ডের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। আসামীরা আত্মগোপনে থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে তাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম।
উল্লেখ্য, বিগত ২৬ এপ্রিল বিকালে শহরের শেরপুর রোডস্থ মাইওয়ান ব্যবসায়ী প্রতিষ্টানের সামনে দাড়ানো অবস্থায় সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে সন্ত্রাসী রায়েছ চৌধুরী ও সামছু মিয়ার নেতৃৃত্ব একদল দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হত্যা করে। নিহত বেলাল নোয়াপাড়া গ্রামের সাবেক পত্রিকার হকার ও সিএনজি ম্যানাজার ফারুক মিয়ার ছেলে।