টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নবীগঞ্জ সড়কে বাঘজুর নামক স্থানে সাইদুর রহমান (৩০) নামে এক টম টম চালককে ছুরি ঘাত করে টাকা পয়সা ও মূল্যবান জিনিষ পত্র নিয়ে গেছে একদল দৃবৃত্ত। গুরুত্বর আহত অবস্থায় থাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের ফজলুর রহমানের পুত্র । আহত সুত্রে জানাযায়,গতকাল বুধবার সন্ধ্যায় সে হবিগঞ্জ থেকে টম টম নিয়ে যাওয়ার পথে উল্লেখিত স্থানে পৌছলে একদল দৃবৃত্ত তাকে আটক করে টাকা পয়সা মোবাইল ও টম টম এর ব্যাটারী এ সময় সে বাধা দিয়ে তাকে চুরিঘাত করে। স্থানীয় লোকজ থাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।