স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইনশল্লাহ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের পক্ষে সেটি সম্ভব হবে।
শুক্রবার হবিগঞ্জ শহরের বড়িউজ্জামান সড়কের মুঘল রেস্টুরেন্টে জেলা যুব মহিলা লীগের দোয়া ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, করোনার হানায় বিভিন্ন দেশ আজ দেউলিয়া হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রূপকল্প-২০৪১ বাস্তবায়নে আওয়ামী লীগকে বার বার সরকারে থাকা প্রয়োজন। এজন্য আগামী দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রত্যেকটি ইউনিটকে আরও সুসংগঠিত করার বিকল্প নেই। এ সময় তিনি হবিগঞ্জে যুব মহিলা লীগের প্রতিটি ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম তরান্তি করার নির্দেশনা দেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন এবং সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।
এতে সভাপতিত্ব করেছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা চৌধুরী মজু ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহমিন রুবানা চৌধুরী জেনী।
আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহানারা চৌধুরী, লৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, জাহেনারা আক্তার বিউটি, যুব মহিলা লীগের নেত্রী রানী বেগম, জেরিন মাহমুদ, মায়া আক্তার, আলফা আক্তার প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj