সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ঃ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মধ্য বাগুনীপাড়া গ্রামের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাবেক বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আব্দুর রহমান তালুকদার, এডভোকেট আব্দুর রহিম তালুকদার এর পিতা ও বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া তালুকদার এর বড় ভাই আলফু মিয়া তালুকদার দীর্ঘদিন যাবত কিডনী ও নিমোনিয়া রোগে ভোগছিলেন। এতে তিনি গত ৫ জুন শুক্রবার যুক্তরাষ্ট্র বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ ভাই, নাত-নাতনী সহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আলফু মিয়া তালুকদার মরদেহ যুক্তরাষ্ট্র বিমান যোগে বাংলাদেশে পৌছলে আজ ৭ জুন রবিবার বিকাল সাড়ে ৩ টায় মরহুমের নিজ গ্রামের বাড়ি মধ্য বাগুনীপাড়া জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে মরহুমের নিজ পারিবারিক কবরস্থঅনে দাফন করা হবে। উক্ত জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য সকল ধর্ম প্রাণ মুসলমান ভাইদেরকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মরহুমের পুত্র এডঃ আব্দুর রহিম তালুকদার ও তার পরিবার বর্গ।