বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ রোববার রাতে ডাকাত শামছুল ইসলাম ওরফে মারজানকে গ্রেফতার করেছে। সে উপজেলা দুকানিপাড়া গ্রামের আবদুল মালিকের ছেলে। গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে তার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বৈরাগী বাজার এলাকা থেকে ডাকাত শামছুল ইসলামকে গ্রেফতার করেন। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।