স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় দুবাই প্রবাসীর বাসা থেকে সবর্স্ব নিয়ে পালিয়েছে গৃহপরিচারিকা। এ ঘটনায় শহরে কাজের মেয়ে রাখতে ভয় পাচ্ছেন গৃহকর্তারা। জানা যায়, ওই এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী লিয়াকত চৌধুরীর বাসায় ১ মাস ধরে কাজ করছে বিবাড়িয়া জেলার সরাইল উপজেলার মালিহাতা গ্রামের নজি মিয়ার কন্যা স্বামী পরিত্যক্তা স্বপ্না বেগম (২০)।
গত রবিবার বাসায় কেউ না থাকার সুযোগে আলমিরা খোলে ৩ লক্ষ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে স্বপ্না চম্পট দেয়। লিয়াকত ও তার স্ত্রী বাসায় এসে দেখেন উল্লেখিত মালামাল নিয়ে কাজের মেয়ে পালিয়ে গেছে। গতকাল তারা স্বপ্নার গ্রামের বাড়িতে গিয়ে খোজঁ করে তাকে আটক করে হবিগঞ্জে নিয়ে আসা হয়।
এসময় তার সাথে থাকা নিয়াজ নামে এক যুবক পালিয়ে যায়। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে ওই বাসায় নিয়ে আসলে এলাকার লোকজন তাকে দেখতে ভিড় জমায়। সে জনসম্মুখে চুরির ঘটনা স্বীকার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বপ্না ও বাসায় আটক রয়েছে।
এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।