বিশেষ প্রতিনিধি :
শুন্য মাতৃমৃত্যু উদ্যোগের উপর ২দিন ব্যাপি প্রশিক্ষণে বক্তাগণ বলেন, আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আছে, ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যু ৭০ কমিয়ে আনতে হবে। আমরা এখনো আছি ১৬৮।
২০২০ সালে ১০০ নিয়ে আসার পরিকল্পনা ছিল, কিন্তু আমরা সেই লক্ষমাত্রা অর্জন করতে পারি নাই। সরকার সকল চাকুরীজীবিদের অনেক ধরণের সুযোগ সুবিধা দিয়েছে। ডাক্তার নার্সদের শুন্যপদ অনেকটা কমে এসেছে। এখন শুধু কর্মস্থলে অবস্থান করে সেবা দিতে হবে। স্বাস্থ্য বিভাগের পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে আত্নউপলব্ধি করতে হবে। সেবার মান বাড়াতে হবে।
যারা মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে সেবা প্রদান করেন, তারা যদি যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে দেশে আমরা মাতৃ মৃত্যু শুন্যের কৌটায় নিয়ে সম্ভব। গর্ভকালীন, প্রসবকালীন, প্রসবপরবর্তী সময়ে যেন একটা মা’ও মারা না যায় তার জন্য কাজ করতে হবে। আন্তরিকতা ও রেফারাল প্রক্রিয়াকে শক্তিশালী করতে হবে।
গতকাল শনিবার হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের কনফারেন্স রুমে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তাগণ একথা বলেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডাঃ মোঃ শাহাদাত হোসেন মাহমুদ, স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়, জেলা প্রশাসক ইশরাত জাহান, তত্ত্বাধায়ক ডাঃ আমিনুল ইসলাম সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মেডিকেল অফিসারসহ মোট ৪০ ডাক্তার অংশগ্রহন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj