সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ জুন) উপজেলা পরিষদের সভা কক্ষে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আব্দুল্লাহ সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, উপজেলা একডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার, ব্রাহ্মনডোড়া ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, নূরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খাঁন, স্কয়ার কোম্পানির জেনারেল ম্যানেজার বাবুল আব্দুল্লাহ, আর এফ এল এর প্রশাসনিক ম্যানেজার মোঃ সাইফুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী রুস্তম, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ।
বক্তারা পরিবেশের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য উপস্থিত ইন্ডাসট্রিয়াল এরিয়ার প্রাণ আর এফ এল কোম্পানির ম্যানেজার, স্কয়ার কোম্পানির ম্যানেজার সহ সংশ্লিষ্ট এলাকার ইন্ডাস্ট্রির দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের কে বিশেষ নজর কাড়েন।
বিশেষ করে শায়েস্তাগঞ্জের পরিবেশ দূষণ রোধে সতর্ক দৃষ্টি রাখার জন্য তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ প্রতিবেশ ঠিক রেখে নদী-নালার পানি বিশুদ্ধ, বাতাস দূষণমুক্ত রেখে এতদঞ্চলের শিশু-কিশোর আবাল-বৃদ্ধ-বণিতার জীবনমান যেন হুমকির সম্মুখীন না হয় সেদিকে দৃষ্টি নিবদ্ধন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
পরিবেশের বিষয়ে স্কয়ার ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার বাবুল আব্দুল্লাহ বলেন, আমরা যথাযথ ইটিপিও পরিবেশ রক্ষা করেই পণ্য উৎপাদন করছি। এরপরে যদি কোনরকম ঘাটতি দেখা দেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোনো রকম কুন্ঠাবোধ করবো না।
আরএফএল এর ম্যানেজার প্রশাসন মোহাম্মদ সাইফুর রহমান বলেন, আমাদের উপরে বারবার বলা হচ্ছে সুতাং নদীর কথা, প্রকৃত পক্ষে আমরা এর সাথে যুক্ত নই, আমরা আমাদের যথাযথ নিয়ম মেনেই পরিবেশ রক্ষা করেই এবং ইটিপি শতভাগ সচল রেখে কর্মসম্পাদন করছি। কোন রকম পরিবেশ বিপর্যয় হবে সেটি আমরা কোনভাবেই করবো না।
পরিবেশের ব্যাপারে আমরা বরাবরই সজাগ দৃষ্টি রাখছি। শায়েস্তাগঞ্জ শহরের পাশে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, সেখানে পরিবেশ নষ্ট হওয়ার মত তেমন কোনো পণ্য উৎপাদন হচ্ছে না। আশা রাখছি হবেও না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj