বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা আওয়া মীলীগের সভাপতি পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতার নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান শামিম গ্রুপ অব কোম্পানীর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়া মীলীগের সাবেক সাংগঠিক সম্পাদক আমির আলী, আ.লীগের নেতা মতিন মিয়া, ব্যবসায়ী নুরুল ওয়াছে আলতাফী কামাল,কোম্পানীর পরিচালক মিজানুর রহমান,ইঞ্জিনিয়ার মো. ইছহাক মিয়া প্রমূখ।