শাযেস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পুলিশের হাতে আটক যুবক-যুবতিকে ২ মাস কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আশফাকুল হক চৌধুরীর ভ্রাম্যমান আদালতে তাদের এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মকসেদপুরের বাসিন্দা আব্দুল মন্নান শেখের কন্যা সাথী ইসলাম (১৯) ও বাহুবল উপজেলার আলাপুরের আব্দুল খালেক মোল্লা’র ছেলে ইব্রাহীম মিয়া (২৫)।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এসআই আতিকুল আলম খন্দকারসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ বাজারের গাউছিয়া আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে।
এ সময় বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সহ-সভাপতি শফিক মিয়া ভান্ডারী’র মালিকানাধীন হোটেলের একটি কক্ষ থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাথী ইসলাম ও ইব্রাহীম মিয়াকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতে দণ্ডপ্রাপ্ত সাথী ও ইব্রাহিমকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।