নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রাম থেকে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী ইরান প্রবাসী আতিকুর রহমান নাঈম (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার সদরঘাট গ্রামের মৃত মিয়াধন মিয়ার পুত্র আতিকুর রহমান নাঈম এর বিরুদ্ধে ২০০৮ সালে যৌতুকের অভিযোগ এনে তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা চলাকালে নাঈম বাংলাদেশ ছেড়ে ইরানে চলে যান।
ইরানে থাকা অবস্থায় তার দেড় বছরের সাজা হয়। সম্প্রতি নাঈম দেশে আসলে গোপন সংবাদের বৃত্তিতে গতকাল শুক্রবার দুপুরে গোপলার বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ উল্লার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।