নিজস্ব প্রতিনিধি : জ্যৈষ্ঠের প্রচন্ড তাপদাহে অতিষ্ট মানুষের কাছে বৃষ্টি প্রথমেই স্বসিত্ম হিসেবে ধরা দিয়েছিল। কিন’ গত ৩ দিন ধরে টানা বর্ষণ সেই স্বসিত্মকে নিয়ে ঠেকিয়েছে নানা দুর্ভোগে।
গত বৃহস্পতিবার থেকে সকালে শুরু হওয়া টানা চব্বিশ ঘন্টার বৃৃষ্টিতে বানিয়াচংয়ের প্রায় সবকটি রাসত্মায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুনবাজারের পশ্চিমে এলআর সরকারী উচ্চ বিদ্যালয় হয়ে বড় বাজার পর্যনত্ম রাসত্মাটি একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তেমনি করে নতুন বাজারের পয়েন্ট থেকে পূর্বদিকে জনাব আলী ডিগ্রি কলেজের এই রাসত্মাটিও হালকা বৃষ্টিপাত হলেই পানি নামার কোন ব্যবস’া না থাকায় কাঁদা ও পানি জমে জলাবদ্ধতার সৃৃষ্টি করে। ফলে ভোগানিত্ম পোহাতে হয় ওই রাসত্মায় চলাচলকারী স্কুল কলেজের ছাত্রছাত্রী ও জনসাধারণকে।
ড্রেনেজ ব্যবস’া না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানান পথচারীরা। সামান্য বৃষ্টি হলেই বাজারের জুই স্টোর, আব্দুল হান্নান এ্যান্ড সন্স, ইলিয়াছ প্ল্যাষ্টিক ও মারুফ সু স্টোরে হাটু পানি জমে থাকে। ফলে বেকায়দায় পড়েন ব্যবসায়ীরা। তাই প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস’া নিশ্চিত করার জন্য বাজার কমিটি তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসা ও পথচারীরা।