খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥
চুনারুঘাটে সিএনজি ধাক্কায় অবসর প্রাপ্ত সেনা সদস্যকে ধীরেন্দ্র চন্দ্র (৫০) নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার উপবাহাটা ইউনিয়নের কৃষ্ণ চন্দে শীলের ছেলে অবসর প্রাপ্ত সেনা সদস্য ধীরেন্দ্র চন্দ্র (৫০) ওই সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার দিয়ে হেটে যাচ্ছিলেন । তখন অটোরিক্সা (সিএনজি) চালক ধীরেন্দ্র চন্দ্রকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। ধীরেন্দ্র চন্দ্র বর্তমানে অলিপুর প্রাণ কোম্পানীর সিকিউরটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। পরে চুনারুঘাট থানার এস আই আবু আব্দুল্লা জাহিদ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় জনতা অটোরিক্সা (সিএনজি) টি আটক করলে চালক পালিয়ে যায়।