নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ চার গ্রাম জোটের পরামর্শ সভায় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরামের আহ্বায়ক মোঃ ছালেক মিয়াকে আগামী পৌর নির্বাচনে চারগ্রাম জোটের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
চার গ্রাম জোটের সভাপতি মুরুব্বী আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কাউন্সিলর আ.স.ম আফজল আলী রুস্তমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মুরুব্বী সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রেজ্জাক রাজা মিয়া, আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ মিয়া, হাজী আকছুদ আলী, হাজী মোঃ কিম্মত আলী, মোঃ আব্দুল আলীম নবী মিয়া, মোঃ শাহাবুদ্দিন, মোঃ আব্দুর রহমান, আবুল কাশেম শিবলু মিয়া, জিতু আহমেদ মাখন, মোঃ সিতার আহমেদ, রজব আলী কাউন্সিলর, আব্দুল আউয়াল, আব্দুর রহিম, ওসমান আলী মিনু, কুতুবের চক গ্রামের আব্দুল আউয়াল, মোঃ তাহির মিয়া মাষ্টার, মোঃ খলিলুর রহমান, কদর আলী মাষ্টার, আব্দুল কাইয়ুম, লকুচ মিয়া, মর্তুজ মিয়া, জুবায়ের মিয়া, অমল দত্ত, প্রিয়তুষ দেব, মোঃ আব্দুল আহাদ, মোঃ ইসমাইল পাটোয়ারী, আব্দুস সহিদ মিয়াসহ চারগ্রাম জোটের সম্মানিত মুরুব্বিয়ান এবং যুবকরা উপস্থিত ছিলেন।