আজিজুল হক নাসির,চুনারুঘাট থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের পলাতক আসামী ইদ্রিস আলী কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সকাল ১০ঘটিকায় উপজেলার আসাম পাড়া বাজার থেকে সি আর ১৯৪/১৪ চুনাঃ প্রতারনা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি পালিয়ে থাকা আসামী ইদ্রিসকে গ্রেফতার করেন চুনারুঘাট থানার এস আই মোঃ আলমাস মিয়া।
গ্রেফতারকৃত আসামী ইদ্রিস আলী গোছাপাড়া গ্রামের মৃত হাজী মালু মিয়ার ছেলে।
জানা যায়, একই গ্রামের মরহুম মতিন মিয়ার ছেলে আঃ.কাদির মিয়ার দায়ের করা আত্নসাত মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলে দৈনিক শায়েস্তাগঞ্জ কে জানান, এস আই আলমাস।