স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের পথ প্রদর্শক। স্বাধীন বাংলাদেশের জন্য জাতির পিতার যে অবদান, সেই ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। এই অবদানকে কৃতজ্ঞতায় স্মরণ ও অন্তর দিয়ে অনুধাবন করতে হবে।
তিনি বুধবার কর্মজীবী নারীদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে হবিগঞ্জ পৌরসভা এলাকায় নির্বাচিত উপকারভোগীদের জন্য দিনব্যাপি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর এই আয়োজন করে।
এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে এবং নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে বহুমুখী পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে নানা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নারীদের সবধরণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দেন এমপি আবু জাহির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার।
এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী প্রমুখ।
পরে এমপি আবু জাহিরসহ অতিথিবৃন্দ উপকারভোগী ১ হাজার ২০০ জন নারীর মাঝে সাবান, খাবার স্যালাইন, বিস্কুট ও গুড়োদুধ বিতরণ করেন। এর আগে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুইজন চিকিৎসক নারীদেরকে চিকিৎসা সহায়তা প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj