নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
নবীগঞ্জে গুরুগৃহ টিচিং হোম এর ২০১৪ সনের জেএসসি এবং ২০১৫ইং সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এবং ওই প্রতিষ্টানের কৃতি ছাত্র সোহাগ আলী বিদেশ গমনে গতকাল বৃহস্পতিবার বিকালে সংবর্ধনা দেয়া হয়েছে।
প্রতিষ্টানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন গুরুগৃহ টিচিং হোমের পরিচালক শিক্ষক বিপুল চন্দ্র দেব। কৃতি ছাত্র পিন্টু রায় ও অলক রায়ের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, বিশিষ্ট শিক্ষানুরাগী মনর উদ্দিন, প্রাইমারী শিক্ষক লিটন রায় ও সুকেশ শীল ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজের মাষ্টার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ফোয়াদ হাসান রাজন, কৃতি ছাত্র রাজর্ষি চৌধুরী গৌরব, ইয়াকুব আলী, রায়হান, তালহা, সুমি দাশ ও প্রিয়াংকা দাশ নদী প্রমূখ।
পরে অনুষ্টানের অথিতিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন এবং বিদায়ী কৃতি ছাত্র সোহাগ আলীকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানানো হয়।