ডেস্ক : ছোটপর্দায় দর্শকপ্রিয় জুটি রিয়াজ ও তিশা। ঈদ এবং বিশেষ দিবসের খণ্ড নাটকে অনেকবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা। এবার ঈদ উপলক্ষ্যে নির্মিত নতুন একটি নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকের নাম ‘শিশির কনা’। তাবারুক হোসাইন ভূঁইয়া রচিত গল্পের নাট্যরূপ দিয়েছেন নির্মাতা নিজেই। নাটকে দুটি চরিত্রে অভিনয় করছেন শবনম ফারিয়া ও রামিজ রাজু।
ভালোবাসা ও সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত এ নাটকটি ঢাকার উত্তরা ও বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন হয়েছে। ঈদ আয়োজনে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘শিশির কনা’।