মোঃ রহমত আলী,হবিগঞ্জ:হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে বিদেশ পাঠানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে।
গুরুতর অবস্থায় মীর হোসেন (৬০), ছাদির মিয়া (৪৫), জুয়েল মিয়া (২৫), এমরান মিয়া (৩০), আবু হানিফ (৪০), নাসির উদ্দিন (২০), কাজল মিয়া (৪০) ও আজদু মিয়া (১৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাযায়, উপজেলার ধুলিয়া খাটুয়া গ্রামের কালাম মিয়ার পুত্র আবু হানিফ একই গ্রামের সামাদ মিয়ার পুত্র শাহজাহান মিয়া কে মালএশিয়ায় পাঠানোর জন্য এক মাস পূর্বে তার কাছ থেকে ৩ লাখ টাকা নেয়।
কিছুদিন পর আবু হানিফ শাহজাহান কে বিদেশ নিতে পারবে না বলে তাকে জানায়।
সম্প্রতি বিষয় টি মিমাংশার লক্ষ্যে সালিশে সিদ্ধান্ত হয় রোববার সকাল ১০ টায় শাহজাহান কে সমুদয় টাকা ফেরৎ দিতে।
সালিশের সিদ্ধান্তনুযায়ী আবু হানিফ টাকা ফেরৎ দেয় না। এ নিয়ে দু পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরলে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।