নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে রমজান মাস উপলক্ষে পচাঁ-বাসি মেয়াদউর্ত্তীণ ও ফরমালিন যুক্ত খাবারে বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা শুরু হয়েছে ।
রবিবার দুপুরে জাতীয় ভুক্ত অধিকার সহকারী পরিচালক আল আমিনের নেতৃতিত্বে ভ্রাম্যমান আদালত শুরু হয়।
এসময় চৌধুরী বাজার এলাকায় সন্তোষী মিষ্টান্ন্য ভান্ডার, মোদক ভেরাইটিজ ষ্টোর, রজব আলী ষ্টলকে পচাঁবাশি বিক্রীর অপরাধে ২৭৫০ টাকা ও লোকনাথ ফার্মেসীকে লাইসেন্স এর মেয়াদ না থানায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টকে সহযোগীতা করেন, সদর থানা এ এস আই আবু নাঈম সহ একদল পুলিশ।