বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামে গরু রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায, ওই গ্রামের তরিক উল্লা ও কাসেম আলী গরু নিয়ে হাওরে যায়। এসময় একজন আরেকজনের গরুকে আগে পিছনে ঘাস খাওয়ানো কেন্দ্র করে তর্কে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহতাবস্থায় আব্দুল কাদির, কাপ্তান মিয়া, বারিক মিয়া, নুর মিয়া, হাফিজ মিয়া, তরিক মিয়া ও কাসেম মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।