বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের ইতিহাস মানেই সফলতার ইতিহাস।
আওয়ামী লীগের উন্নয়ন মানেই দেশের অবহেলিত-বঞ্চিত মানুষের উন্নয়ন।
আওয়ামী লীগের সংগ্রাম মানেই বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম। আর একারণেই আজ এশিয়ার অন্যতম এক বৃহত্তম রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মো. পংকি খানের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের পুণঃনির্বাচিত সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক শফিকউদ্দিন স্বপন, সহ দপ্তর সম্পাদক তপন দাশ, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক ফজলু মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল্লাহ সিতাব, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন, উপজেলা যুবলীগের আহবায়ক মখদ্দছ আলী, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, সেলিম চৌধুরী, আপ্তাব আলী, ভাষ্কও জ্যোতি দে, মুক্তার আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, প্রচার সম্পাদক শেখ জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, জেলা যুবলীগ নেতা আবুল কালাম জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেত তৈমুছ আলী, জয়নাল আবেদীন, শাহীন আহমদ, দবির মিয়া, মানিক মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা বদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবদুল তাহিদ প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj