চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কমেপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোজাম্মেল হোসেনের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে চুনারুঘাট পৌরবাসী। গতকাল বুধবার দুপুর ১২টায় পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রশাসনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বুধবার দুপুর ১২ টায় চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ১২নং রুমে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক মোঃ ওয়াহেদ আলী প্রবেশ করতে চাইলে দি স্কয়ার ডায়াগনষ্টিক সেন্টারের কর্মচারী ব্যবসায়ী পাটনার সুজন ও জসিম গতিরোধ বাধা সৃষ্টি করে। এতে সাংবাদিক ওয়াহেদ আলী ঘটনা কি জিজ্ঞেস করলে ডাঃ মোজাম্মেলের পালিত সুজন ও জসিম ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়।
এতে সাংবাদিক ওয়াহেদ আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা করানো হয়। এ ঘটনার খবর পেয়ে এলাকাবাসী তার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসার এর কাছে মৌখিক অভিযোগ দাবী জানান।
উল্লেখ্য যে, ডাঃ মোজাম্মেল হোসেন এলাকার প্রভাবশালী স্থানীয় হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। তিনি সরকারী চাকুরী করেও দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায়ী পাটনারও বটে।