নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নিতাই দাসের অসহায় পরিবারের চলাচলের রাস্তা বাশেঁর বেড়া দিয়ে একদল প্রভাবশালী লোক বন্ধ করে দেয়ায় প্রায় ১২ দিন ধরে অবরোদ্ধ রয়েছে ওই মুক্তযোদ্ধা পরিবার।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নিতাই দাসের বাড়ির দীর্ঘ ৪০/৪৫ বছরের চলাচলের রাস্তাটি একই এলাকার প্রভাবশালী মনিন্দ্র দাস, কালেশ দাস, বাদল দাস, অনিরুদ্র দাস, অরবিন্দু দাস, হরি দাশ ও সনজিত দাসগংরা জোরপুর্বক বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। ফলে মৃত বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী প্রেমদা রানী দাস, তার শিশু বাচ্চারাসহ গরু, ছাগল ঘর থেকে বের হতে পারছেনা দীর্ঘ ১২ দিন ধরে।
এরমধ্যে স্থানীয় চেয়ারম্যান সমর দাসসহ গ্রামের মুরুব্বীয়ান চলাচলের রাস্তাটি অপসারন করে দিলেও কিছুক্ষন পরই পূনরায় রাস্তাটি বন্ধ করে দেয় ওই প্রভাবশালীরা। এলাকাবাসী জানান, ওই ভুমি টুকু জেলা পরিষদের ওয়াবদার মালিকানাধীন। কিছু ভুমি ডুবা থাকলেও অবশিষ্ট ভুমি বান্দ রকম। ডুবা গুলো স্থানীয় জেলা পরিষদ লীজ দিলেও বান্দ রকম ভুমি পাশের বাড়ির লোকজন বিভিন্ন ভাবে ব্যবহার করে আসছে যুগ যুগ ধরে। সেই মোতাবেক বীর মুক্তিযোদ্ধা নিতাই দাস তার বাড়ির সীমানা ঘেষা ওই ভুমির উপর দিয়ে রাস্তা তৈরী করে চলাচল করে আসছেন।
বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পরে ওই ভুমি খেকোরা এলাকায় প্রভাবশালী হওয়ায় গত ১৪ জুন জোরপুর্বক বীর মুক্তিযোদ্ধার বাড়ির চতুর দিকে বাশেঁর বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে। এতে দীর্ঘ ১২ দিন ধরে মুক্তিযোদ্ধার পরিবার বন্দি দশায় মানবেতর জীবন যাপন করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
এ ব্যাপারে থানায় গত ২৪ জুন মৃত মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী প্রেমদা রানী দাস থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত তদন্তে যায়নি। বিষয়টি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মুক্তিযোদ্ধা সংসদ ও এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।