স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ হবিগঞ্জ পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম।বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।
পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী শিবলী আক্তার ও কাউন্সিলর সুমা জামানের পরিচালনায় এ কর্মী সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে কাজ করার জন্য মহিলা আওয়ামী লীগ নেত্রীদের প্রতি আহবান জানান।