নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় দাঁড়ানো পাথরভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সিলেটগামী মোরগ বহনকারী ট্রাকচালক নিহত হয়েছেন।
বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সালাউদ্দিন (৩০)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উত্তরকালারাবি গ্রামের তোরাব আলীর ছেলে।
পুলিশ তার লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা খবর পেয়েছেন। তারা এসে শনাক্ত করবেন।