চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ চুনারুঘাটের সাংবাদিক দৈনিক স্বদেশ বার্তার প্রতিনিধি মোঃ ওয়াহেদ আলীর উপর সন্ত্রাসী হামলা ও মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দার প্রতিবাদে বুধবার বিকালে চুনারুঘাট প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্টিত হয়।
প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সাংবাদিক ওয়াহেদ আলীর উপর সন্ত্রাসী হমালা ও মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
নিন্দা জ্ঞাপনকারীরা হলেন প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ন-সস্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, রায়রঞ্জন পাল, সদস্য সাইফুল ইসলাম, এস এম সুলতান খাঁন, ওয়াহিদুল ইসলাম জিতু ।
প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক ওয়াহেদ আলীর উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িত লোকদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানসহ ওয়াহেদ আলীর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।