নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সিরিয়ালের মতই জনপ্রিয় সিরিয়ালের চরিত্রগুলো। গেল বছর থেকে চালু ঈদে সেই চরিত্রগুলোর বিশেষ পোশাকের চল। বিশেষ কোনো চরিত্রের নামে নামকরণ করা হয় পোশাকের। ঈদে সিরিয়ালে আসক্ত তরুণীদের কাছে এসব পোষাকই হয়ে ওঠে প্রধান আকর্ষণ।
গত বছর ঈদের জনপ্রিয় ড্রেস ছিল পাখি। এবার আরেক জনপ্রিয় সিরিয়াল ‘কিরণমালার’ কেন্দ্রীয় চরিত্র রুপকথার রাজকন্যা কিরণমালা নামের পোশাক। যারা এই সিরিয়ালটি নিয়মিত দেখেন তারা হয়তো নামটির সাথে বেশ পরিচিত হয়ে থাকবেন। গতবার স্বামী বা বাবার কাছে পাখি পোশাক না পেয়ে নারীর আত্মহত্যার মতও ঘটনা ঘটেছিল। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিরণমালা বাজারে আসতে না আসতেই তার বায়নায় আত্মহত্যার খবর পাওয়া গেছে।
আর এসব পোশাকের বিশেষ এই ধরনের নামকরণও হয় এই উদ্দেশ্যেই বলে জানালেন শায়েস্তাগঞ্জের কিছু কাপর ব্যবসায়ীরা। তারা আরো জানান, মেয়েরা সাধারণত একটু ফ্যাশনেবল হয়ে থাকে। তারা নাটক সিনেমায় কোনো নারীকে যে পোশাকে দেখেন সাধারণত তারা সেটাই নেয়ার বা পরার চেষ্টা করে থাকেন। তাদের এই মনোভাবকে পুঁজি করে এক শ্রেণীর ব্যবসায়ী। তারা বাজারে যে পোশাকটা নতুন আসে সেটার নাম দেন কোন সিরিয়াল বা নায়িকার নামে। ফলেই নারীরাও হুমড়ি খেয়ে ওই পোশাক কিনতে উঠে পড়ে লাগেন।
সরজমিনে শায়েস্তাগঞ্জে কাপড় দোকান গুলোতে ঘুরে দেখা গেল, এবার চলছে ভারতীয় পোশাক কিরণমালার জয় জয়কার। যেন সহজেই চোখে পড়ে এ জন্য কেউ রেখেছেন দোকানের সামনে আবার কেউ নারী সদৃশ্য বড় বড় পুতুলকে পরিয়ে দিয়েছেন এসব পোশাক। শুধু কি পোশাক সাথে তার চুল,অলংকার এবং জুতোও। ফলে ওই পোশাক পরলে একজন নারীকে কেমন লাগবে তা যেন দেখেই বুঝতে পারেন তারা।
কিরণমালা বড়দের মেয়েদের পাশাপাশি ছোট শিশুদেরও পছন্দের তালিকায় প্রথম। ফলে দোকানদাররা কিরণমালা ছাড়া আর অন্য পোশাকও বেশি রাখছেন না। মধ্যবিত্তের জন্য দামে চড়া হলে তবু চাই এ পোশাক।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj