লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে মো: কুদ্দুছ মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত কদ্দুছ একই গ্রামের আ: আওয়ালের পুত্র।
বৃহষ্পতিবার ভোরে বাড়ীর পার্শ্ববর্তী জামগাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে এসআই লোকমান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরত হাল তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
নিহতের পরিবারের লোকজন জানান, কুদ্দুছ বুধবার রাতে সেহরী খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালেই জামগাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তবে তার মৃত্যু নিয়ে নানা রহস্য সৃষ্টি হয়েছে।
পুলিশ বলছে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।