বাহার উদ্দিন, লাখাই থেকে :
লাখাইয়ে ২ দিনব্যাপী টানা ভারী বৃষ্টি পাত হওয়ায় উঠতি রোপা আমন ধানের ক্ষতি সাধন হয়েছে। লাখাই উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠর নিম্নান্চল তলিয়ে গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় ইতিমধ্যে উপজেলার বুল্লা ইউনিয়ন এর বুল্লা, ভরপূর্নী,গোয়াকার,চন্দ্রপুর,লাখাই ইউনিয়ন এর স্বজনপুর মাঠ,কামালপুর মাঠ,করাব ইউনিয়ন এর গুনিপুর, সিংহগ্রাম দক্ষিণ মাঠের রোপা আমনের জমিগুলো আংশিক তলিয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতিমধ্যে উপজেলার ১০৫ হেক্টর জমি তলিয়ে গেছে। ৫ হেক্টর জমির মৌসুমি শাকসবজির ক্ষতি সাধন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় চলতিবৎসর লাখাইয়ে রোপা আমনের আবাদ লক্ষ্য মাত্রার চেয়েও বেশি চাষ হয়েছে। লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ২ শত হেক্টর। আবাদ হয়েছে ৪ হাজার ৯ শত ৫০ হেক্টর জমি।
এদিকে অতি বৃষ্টি পাত হওয়ায় আগাম শাকসবজি ও মৌসুমি শাকসবজির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
শীতের মৌসুমের আগাম লাউ,কুমড়ো,ঝিঙ্গা,লালশাক,ডাটা শাক,ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি,পালংশাক, মূলা, শিমসহ ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
এছাড়াও ভারী বৃষ্টি পাত এর সাথে প্রবল ঝড়ে প্রচুর গাছপালা উপড়ে পড়েছে। কাঁচা ঘর বাড়ির ক্ষতি সাধন হয়েছে।
উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতি সাধন হয়েছে। ধ্বসে গেছে অনেক সড়কের অংশ বিশেষ।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে রোপা আমনের ১০৫ হেক্টর জমি ইতিমধ্যে তলিয়ে যাওয়ায় সংবাদ পাওয়া গেছে। তিনি জানান বৃষ্টি পাত থেমে গেলে ধানের তেমন ক্ষতি হওয়ার সম্ভাবণা নেই। মৌসুমি শাকসবজির ব্যাপকভাবে ক্ষতি সাধন হয়েছে বলে জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj