নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের শিল্পাঞ্চল অলিপুরে প্রাণ কোম্পানির ভেতরে ট্রাকচাপায় লোকমান মিয়া (২৫) নামে অপর এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সাবাসপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে লোকমান মিয়া দাঁড়ানো (ঢাকা মেট্রো-১৮-১৭২৪) ট্রাকের নিচে ঘুমিয়ে ছিলেন। এর কিছুক্ষণ পর এ ট্রাকটি ছেড়ে দিলে ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি চাকার নিচে পৃষ্ট হয়ে মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।