স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-শৈলজুড়া আঞ্চলিক সড়কে আরএফএল কোম্পানীর ট্রাক চাপায় ইয়াসিন মিয়া (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। উত্তেজিত জনতা এ ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে।
গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। সে সুরাবই গ্রামের কাছম আলীর পুত্র। ওই সময় ইয়াসিন সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। পেছন থেকে মালবোঝাই আরএফএল কোম্পানীর ট্রাক তাকে চাপা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে।
লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ খবর গ্রামে পৌঁছলে উত্তেজিত জনতা ওই সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।