দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সম্পাদক মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা ছায়েব আলী মোল্লা গতকাল সোমবার দুপুরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না………….রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বীর মুক্তিযোদ্ধা ছায়েব আলীর মৃত্যুর খবরে সহযোদ্ধা, আত্মীয় স্বজনসহ বিভিন্ন এলাকার শত শত মানুষ ভীড় জমান তাদের বাড়ীতে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ৫ মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় রিয়াজনগর ছিপত মুন্সী মাজার সংলগ্নে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করেন জেলা মুক্তিযোদ্ধ কমেন্ডার ও ম্যাজিস্ট্রেট।
রাষ্ট্রিয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন,উপজেলার সাবেক চেয়ারম্যান সহ এলাকার সর্বস্তরের মানুষ। পরে জানাযা শেষে ছিপত মুন্সী মাজার সংলগ্ন করবস্থানে দাফন করা হয়েছে।