স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বাহুবলের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে সংবর্ধনা প্রদান করেছে বাহুবল মডেল প্রেস ক্লাব। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ-এর পরিচালনায় সভায় সংবর্ধিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা ছাড়াও বক্তব্য রাখেন আলিফ-সোবহান চৌধুরী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিন উদ্দিন, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ, প্রভাষক আইয়ুব আলী, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, স্কাউট কমিশনার প্রসিত কুমার, দীননাথ সরকারী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, দি হোপ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনি সূত্র ধর, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম, বাহুবল মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, মাহমুদা আক্তার, সাংবাদিক ও শিক্ষক পংকজ কান্তি গোপ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান ও শিক্ষার্থী রুদ্র দেব।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক ও সাংবাদিক মাওলানা নূরুল আমিন। গীতা পাঠ করেন অপু আচার্য্য। সভা শেষে বাহুবল মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উলেখ্য, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে সিলেট জেলার ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।
এ সংবর্ধনা শেষে একই স্থানে উপজেলা শিক্ষা অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ডিএনআই সরকারী হাই স্কুল, আলিফ সোবাহান চৌধুরী সরকারী কলেজ, বাহুবল কলেজ, উপজেলা ক্রীড়া সংস্থা, সানশাইন মডেল হাই স্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, কিশলয় জুনিয়র হাই স্কুল ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, ইউপি চেয়ারম্যান-সচিব ও অলিউর রহমান অলি সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে পৃথক সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj