স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্যসেবা কেন্দ্রে দুর্যোগ প্রস্তুতি নিশ্চিত করতে স্থানীয় সম্পদের কার্যকর ব্যবহার এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বিত ভূমিকার ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সিলেটে পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ নিয়াজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, আবুল কুদ্দুস বুলবুল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কুদ্দুস বুলবুল প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, “বাংলাদেশ স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও প্রাকৃতিক দুর্যোগ প্রায় প্রতি বছর সেই অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। তাই শুধু উন্নয়ন নয়, দুর্যোগের সময়ও স্বাস্থ্যসেবা চালু রাখার জন্য সুদৃঢ় প্রস্তুতি গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়।
কর্মশালায় আরও জানানো হয়, “ওমেন-লেড ক্লাইমেট রেজিলিয়েন্স” প্রকল্পের আওতায় পরিচালিত একটি গবেষণা উপস্থাপন করা হয়। এতে দেখা যায় ২০২২ সালের বন্যায় সিলেটের চারটি উপজেলার ৬৩ শতাংশ স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ ছিল। দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোর কাঠামোগত ক্ষয়ক্ষতি এবং সেবার ব্যাহত হওয়ার বিষয়টি এতে স্পষ্টভাবে উঠে আসে।
গবেষণায় আরও দেখা যায়, অধিকাংশ স্বাস্থ্যসেবা কেন্দ্রে দুর্যোগ প্রস্তুতির জন্য আলাদা খাতওয়ারি বাজেট বরাদ্দ নেই। এ বিষয়ে বক্তারা বলেন, স্থানীয় সরকারের স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বাজেট যেন দুর্যোগ প্রস্তুতিতে কার্যকরভাবে ব্যবহার হয় তা নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, “স্বাস্থ্যখাত যেন দুর্যোগকালেও সচল থাকে—সে লক্ষ্যে প্রণোদনামূলক পরিকল্পনার পাশাপাশি স্থানীয় সম্পদ ব্যবহারের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। একইসঙ্গে সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।”
পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর কান্ট্রিডিরেক্টর মোঃ মাহবুব উল আলম, প্রোজেক্ট ম্যানাজার মোঃ আলমগীর হায়দার, মনিটরিং অফিসার আরিফ আজাদ খান,পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের রেজিলেন্স অফিসার সোহেল রানাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।