শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭টি সিলিং ফ্যান উপহার প্রদান করেছে আল-বারাকাহ চ্যারিটি ট্রাস্ট।
আল বারাকাহ চ্যারিটি ট্রাস্ট কে ৬টি ফ্যান এর জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন মোছাঃ আকলিমা খাতুন ও ১টি ফ্যানের জন্য সহযোগিতা করেন মোঃ আব্দুল কুদ্দুস মাষ্টার। আল বারাকাহ চ্যারিটি ট্রাস্ট এর পক্ষ থেকে এই ৭টি ফ্যান উলুকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোতির্ময় নিকট তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আল-বারাকাহ চ্যারিটি ট্রাস্ট ও উলুকান্দি একতা যুবসংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান, সেক্রেটারি মো: নজরুল ইসলাম তালুকদার রুপন।প্রকৌশলি জয়নাল আবেদীন তালুকদার, আবদুল কুদ্দুস মাস্টার, ইকরা সভাপতি শাহিন মিয়া,একতা যুব সংঘের সেক্রেটারি এমরান মিয়া, বিশিষ্ট মুরুব্বি জামাল উদ্দিন তালুকদার, বশির আহমেদ, বাবুল মিয়া, সেলিম মিয়া প্রমুখ।
চ্যারিটি ট্রাষ্টের সভাপতি বলেন, ইতিপুর্বে আমরা ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতরে ১২০জন গরীব ইয়াতিমদের মাঝে শাড়ি,লুঙ্গি, আর্থিক সহযোগিতা প্রদান করেছি। ইনশাআল্লাহ আমাদের এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।