


 দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :  মোঃ সোলেমান মিয়া, (৪০), পিতা- মৃত তমি উল্লা, সাং- বালিয়ারী, উপজেলা-চুনারুঘাট,  জেলা- হবিগঞ্জ।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :  মোঃ সোলেমান মিয়া, (৪০), পিতা- মৃত তমি উল্লা, সাং- বালিয়ারী, উপজেলা-চুনারুঘাট,  জেলা- হবিগঞ্জ।
সে গত ১৫/০৮/২০১৫ইং তারিখ, রোজ শনিবার দুপুর বেলায় আমাদের নিজ বাড়ি হইতে কাউকে কোন কিছু না বলিয়া কোথাও চলিয়া যান।
নিখোঁজ হওয়ার পর থেকে আমাদের আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ খবর করিয়া কোথাও কোন সন্ধান পায়নি।
এ সর্ম্পকে যদি কোন ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিম্ম মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
মোবাইল নং- ০১৭৬২-৪১৫১৮৮/০১৭৪২২৩৬৯৫১।