বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জলবায়ুর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপনের বিকল্প নেই। তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে, অন্যদেরকেও উৎসাহিত করতে হবে। গতকাল সোমবার সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তরের’ যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
অনুষ্ঠানে মেলায় অংশগ্রহকারী স্টলগুলোর মধ্যে লিজা নার্সারী প্রথম, জামিয়া শহিদ নার্সারী দ্বিতীয় ও রামধানা নার্সারী তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাবেল খলিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোস্তাক আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক, নার্সারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তপন দাশ, ত্রান ও পুনর্বাসন সম্পাদক ফজলু মিয়া, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, জেলা শ্রমিক লীগের সদস্য সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা হাজী আরিফুল্লাহ সিতাব, আকবর আলী মেম্বার, শাখাওয়াত হোসেন, শানুর আহমদ জয়দু, মিজানুর রহমান, নুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন বুদন, প্রচার সম্পাদক শেখ জামালউদ্দিন, যুবলীগ নেতা হাবিবুর রহমান মিনু, শাহীন আহমদ, সঞ্চিত আচার্য্য, রাসেল আহমদ, দবির মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাস সিরাজ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।