আজিজুল হক নাসিরঃ পনের বছর পালিয়ে থাকার পর গরু চুরির মামলায় পনের দিনের সাজা প্রাপ্ত আসামী জালাল মিয়া(৩৫)কে গ্রেফতার করেছেন চুনারুঘাট থানার এস আই আলমাস।
জানাযায়,গরু চুরির অভিযোগে সাজা প্রাপ্ত আসামী জালাল দ্বীর্ঘ ১৫ বছর পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে থাকার পর ১৬অক্টোবর থাকে গ্রেফতার করা হয় ।