হবিগঞ্জ: কুমারী পূজা ও আশুরার জারী গান গাওয়া শেষে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে পিযুশ দাশ (৪৫) ও জায়েদা (৩০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জায়েদা বানিয়াচঙ্গ উপজেলার হিয়ালা গ্রামের আব্দুল কাইয়ূমের স্ত্রী, পিযুশ একই উপজেলার শিবপুর গ্রামের নরেশ দাশের পুত্র।
জানা যায়, বুধবার পিযুশ হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা দেখে বাড়ি ফেরার সময় নাগুরা নামকস্থানে হঠাৎ অজ্ঞান হয়ে যায়।
অপরদিকে জায়েদা পার্শ্ববর্তী মোকামবাড়ি থেকে জারী গান শেষে বাড়ি ফেরার সময় অজ্ঞান হয়ে যায়।
দুজনকেই পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।