স্টাফ রিপোটার : হবিগঞ্জের মাধবপুরের অন্যতম বিদ্যাপিঠ শাহজালাল কলেজের অধ্যক্ষ একের পর এক অনিয়ম করে গেলেও কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এত করে প্রশ্ন দেখা দিয়েছে শাহজালাল কলেজের অধ্যক্ষের খুটির জোর কেথায় ? জানা যায়, শাহজালাল কলেজে বাতিলকৃত নিয়োগ পুনরায় বহাল করার চেষ্টা চালিয়ে যাচেছন অধ্যক্ষ মোজাম্মিল হক। স্থানীয় বিএনপি ও জামাতের নেতৃবৃন্দের সাথে গাটছাড়া বেধে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। কলেজ সুত্রে জানা যায়,এইচ.এ.সি (বি.এম) শাখার ৩ টি পদে নিয়োগের জন্য গত বছরের ২২ জুন ও ডিগ্রী (পাস) কোর্সের নিয়োগের জন্য কয়েকটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অধিকতর যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করলেও বাস্তবে দেখা যায় আগে থেকে খন্ডকালিন নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা পার্শ্ববতী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রার্থী দ্বার করে এনে নিয়োগের শর্ত মতে ৩ জনের প্যানেল পূর্ন করে নামমাত্র নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করে। বিষয়টি পরিচালনা কমিটিরও দৃষ্টি গোচর হয়। তছাড়া এইচ.এস.সি (বি.এম) শাখার নিয়োগের জন্য কারিগরি বোর্ড ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সদস্য মনোনয়ন সংক্রান্ত চিঠিতে ২১ ডিসেম্বর ২০১৫ ই্ং এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখিত তারিখ বহু আগেই পেরিয়ে যাওয়ায় ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়াটি কার্যকারিতা হারিয়েছে। এছাড়া গত বছরের ২২ অক্টোবরের শিক্ষা মন্ত্রনালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে ২২ অক্টোবরের পরে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রদান করলে তা অবৈধ হবে মর্মে স্পষ্ট উল্লেখ রয়েছে। অথচ ডিগ্রী পাস কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ২৬ অক্টোবর।
সার্বিক বিষয়ে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য গত বছরের ২৫ ডিসেম্বর কলেজ পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রচলিত আইন ও প্রতিষ্ঠানের ভবিষ্যত বিবেচনা করে চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় অংশ গ্রহনকারী সদস্য কামেশ রঞ্জন কর , আব্দুর রহমান ,আব্দুল খালেক,হাবিবুর রহমান, আতাউর রহমান সহ আরো কয়েকজন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। পরদিন অথাৎ ২৬ ডিসেম্বরের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিষয়টি প্রকাশিতও হয়। এতসবের পরেও প্রচলিত আইন ও পরিচালনা কমিটির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধ্যক্ষ একগুয়েমি করে নিয়োগ দিতে উঠেপড়ে লেগেছেন। এমনকি এই সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মাহবুব আলী এমপির স্বহস্তে লিখিত খসড়া রেজুলেশন কে বদলিয়ে অধ্যক্ষ নিজে নতুন রেজুলেশন করে তাতে স্বাক্ষর আনার জন্য পরিচালনা কমিটির সদস্যদের দ্বারে দ্বারে পাঠাচেছন নিয়োগ প্রার্থী শিক্ষকদের! স্বাক্ষর না দিলে পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলার হুমকির অভিযোগও পাওয়া গেছে। বাতিলকৃত নিয়োগে পুনরায় নিয়োগ দিতে অধ্যক্ষ কেন দৌড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহলের ধারনা অধ্যক্ষ মোটা অংকের উৎকোচ নিয়ে তিনি এখন বিপাকে পড়েছেন। না পড়ছেন নিয়োগ দিতে না পারছেন এমপির খসড়া রেজুলেশন বদলাতে। এসব বিষয়ে অধ্যক্ষকে ফোন দেওয়া হলে তিনি নিয়োগ প্রার্থী শিক্ষকদের স্বাক্ষর আনতে পাঠানোর বিষয়টি অ¯ী^কার করে বলেন, শিক্ষকরা তাদের কাছে একটি আবেদন নিয়ে গেছে। স্বাক্ষর আনতে নয়।