মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের উভয় শাখার অভিভাবক প্রতিনিধি নির্বাচন ২২ ফেব্রয়ারি রোজ সোমবার উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে কলেজ শাখায় মোট ভোট ছিল ৮০টি এবং তিনজন প্রার্থী প্রতিদ্ধন্তিতা করে দুইজন বিজয়ী হয়েছে। প্রথম স্থান লাভ করেছে ইউ/পি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল আজিজ যিনি পেয়েছেন (৫৭) ভোট এবং দ্বিতীয় হয়েছে জনাব মারুফ তিনি পেয়েছে (২৯) ভোট। স্কুল শাখায় মোট ভোট ছিল প্রায় ১৬৭৩ টি এবং পাচজন প্রর্থী প্রতিদ্বন্দ্বিতা করে দুইজন বিজয়ী হয়েছে। প্রথম স্থান জনাব আবিদ মিয়া পেয়েছে (৪০৫), দ্বিতীয় স্থান জনাব শামছুদ্দিন আহমেদ পেয়েছে (৩৯৯) ভোট।
নির্বাচন পরিচালনা করেন মাধবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব গোলাম রাব্বী এবং প্রশাসনিক দায়িত্বে ছিলেন ছাতিয়াই পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আব্দুল আউয়াল। পরে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ করে ফলাফল ঘোষনা করা হয়।