


মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়- ২ (বোদা-দেবীগঞ্চ) আসনের সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এম’পি পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বোদা সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক লিহাজ উদ্দীন মানিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গত ৭ জানুয়ারী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে কাউন্সিলদের ভোটের মাধ্যমে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন।