নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থেকে নিখোঁজ চার শিশুর মধ্যে তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। আর অন্যজন স্বেচ্ছায় তার গ্রামের বাড়িতে ফিরে আসে বলে জানা গেছে। শনিবার রাত সাড়ে ৮টায় তাদেরকে নবীগঞ্জ উপজেলার সুজাপুর বালিখাল নামকস্থান থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির।
উদ্ধারকৃত শিশুরা হলো- বাহুবল উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি ওই উপজেলার চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনুর ছেলে রাফিদ আহমেদ (১৩), একই উপজেলার আব্দানারায়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ আহমেদ (১০), নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে নয়ন আহমেদ (১১)।
তারা নিখোঁজ নয়ন আহমেদের ফুফুর বাড়ি বানিয়াচং উপজেলা বালিখাল এলাকায় অবস্থান করছিল বলে জানান নিখোঁজ রাফিদ আহমেদের পিতা আহমদ রশিদ মনু।
এছাড়া অপর নিখোঁজ শিশু হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সোহানুর রহমান (১১) স্বেচ্ছায় বাড়িতে ফিরে আসে।
শুক্রবার বিকেলে বাহুবল উপজেলা থেকে ওই চার শিশু নিখোঁজ হয়। এরা সবাই পূর্ব নোয়াগাও হাফিজিয়া মাদরাসার আবাসিক ছাত্র হিসাবে হিফজ বিভাগে পড়ছিল। হঠাৎ করে শুক্রবার ১১ মার্চ বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এ ব্যাপারে শনিবার দুপুরে নিখোঁজ শিশু রাফিদের পিতা আহমদ রশিদ মনু বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং-৪১৫। এর পর পরই শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধারে তৎপরতা চালায়।
উল্লেখ্য, এর আগে গত ১২ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশুকে অপহরণ করা হয়। এর পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রামের পাশে ইছারবিল খালের পাশে বালু মিশ্রিত মাটিচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।