


সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সুনামগঞ্জেও পালিত হচ্ছে। অবরোধের সমর্থনে শনিবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের মোহাম্মদপুর পয়েন্ট থেকে একটি মিছিল বের করে বিএনপি। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ষোলঘর পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব কলিম উদ্দিন আহমদ মিলন। মিছিল ও সমাবেশে জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া জেলাজুড়ে চলছে বিএনপির ডাকা টানা অবরোধ কর্মসূচি। অপরদিকে অবরোধের বিপক্ষে দুপুর সাড়ে ১২টায় একটি মিছিল বের করে সরকার দলীয় নেতাকর্মীরা।