


মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ব্রাক্ষণবাজার এলাকায় একটি বাস ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি যাত্রীবাহী বাস ব্রাক্ষণবাজার এলাকায় আসলে কয়েকজন দুর্বৃত্ত বাসটির গতিরোধ করে। এ সময় যাত্রীরা ভয়ে বাস থেকে নেমে গেলে বাসটি ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা। খবর পেয়ে দমকলবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অমুল্য কুমার জানান, এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।