


এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার রাজনগর এলাকা থেকে দেলোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার বাসিন্দা বশির মিয়ার স্ত্রী। বুধবার দুপুরে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, গতকাল সকালে দেলোয়ারা বেগমকে তার নিজ বাড়ির একটি লেচু গাছে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। বৃদ্ধা দেলোয়ারা বেগম মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ষাটোর্ধ্ব দেলোয়ারা বেগমের এ ভাবে মৃত্যু তাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এ ব্যাপারে পুলিশ জানায়, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।