নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনার খবরে পদ পদবী বঞ্চিত ছাত্রলীগ নেতারা বৃহস্পতিবার রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
জানাযায়, বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা ছাত্রলীগ ছাত্রনেতা আবু ছালেহ জীবনকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও দেলোয়ার হোসেনকে সভাপতি এবং নিরঞ্জন দাশকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি অনানুষ্টানিকভাবে ঘোষনা করেন।
এই খবর নবীগঞ্জে পৌছলে পদ পদবী বঞ্চিত নেতা মফিজ আহমদ, সালমান ও মহিনুরের নেতৃত্বে ছাত্রলীগের একটি অংশ রাতেই শহরে বিক্ষোভ মিছিল করে। কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক দেয়া কমিটি বাতিল দাবী করে তাদের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়েছে।