এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার মশাজান আব্দাবখাই গ্রামে আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনসার সদস্য জহিরুল ইসলামসহ তার প্রতিবন্ধী ভাই সহিদুল ইসলাম আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম নিজেদের গাছে আম পাড়তে যান। এ সময় প্রতিবেশী আব্দুল হান্নান বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডা হলে হান্নান ক্ষিপ্ত হয়ে তার সহযোগি হাদিস আলী, দুলাল মিয়া, তুহিন মিয়াকে নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় এবং মারধোর করে আহত করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।